অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষার পরে অবশেষে মুক্তি পেল ‘ধড়ক’ ছবির ট্রেইলার। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের অভিষেক ঘটছে এই ছবির মধ্য দিয়ে। এ কারণে অনেকেরই আগ্রহ আছে ছবিটার প্রতি। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন বলিউড অভিনেতা শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার।
জাতীয় পুরষ্কার প্রাপ্ত মারাঠী ছবি ‘সাইরাত’ এর রিমেক এটি। ট্রেইলারে জাহ্নবীকে দেখে অনেকেরই মনে পড়ে গেছে তার মা শ্রীদেবীর মুখ।
এই ছবির শুটিং চলাকালে শ্রীদেবীর মৃত্যু হয়। তারপরও পেশার প্রতি শ্রদ্ধা দেখিয়ে কঠিন সময় পার করে জাহ্নবী শেষ করেন ছবির শুটিং।
অন্যদিকে, সিনেমায় ভালো কাজ করেছেন ঈশানও। ট্রেইলার দেখে অনেকেই তার অভিনয় এবং নাচের স্টাইলের প্রশংসা করছেন। হিন্দি ছবিতে প্রথমবারের মতো অভিনয় করলেও ইরানি পরিচালক মাজিদ মাজিদির ‘ বেয়ন্ড দ্য ক্লাউড’ ছবি দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় তার। ছবিতে রাজস্থানের দুই তরুণ তরুণীর প্রেম নিয়ে শুরু হয় গল্প । তাদের প্রেম যথারীতি মেনে নেয় না দুনিয়া। পালিয়ে তারা কলকাতায় চলে আসে। এই শহর থেকে গল্প পরে কোথায় এসে দাঁড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা।
শশাঙ্ক খাইতানের পরিচালনা এবং করন জোহরের প্রযোজনায় ‘ধড়ক’ ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুলাই।