বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সাগরে ঢেউয়ের কবলে পড়ে বালুবাহী ট্রলার দুটি ডুবে যায়।
নিখোঁজ শ্রমিকেরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউপির রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন। তারা দুজনই মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানির শ্রমিক।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করে আসছে। গতকাল বিকেলে পাঁচজন শ্রমিক নিয়ে ট্রলার দুটি প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলিয়া নদীতে যাচ্ছিলো।সন্ধ্যা সাতটার দিকে হাঁসের চরসংলগ্ন এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠতে সক্ষম হন। তবে সাজ্জাদ হোসেন ও রমজান আলীর আর খোঁজ পাওয়া যায়নি।
কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য আজ সকাল থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাত ৮ টা পর্যন্ত দুই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, সাগরে বালু তুলতে গিয়ে ট্রলার ডুবিতে দুই শ্রমিক নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের উদ্ধার প্রক্রিয়ায় পুলিশ সহায়তা করছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।