অনলাইন ডেস্ক : তবে এই ঘটনায় কেউই দমে যাননি তাঁরা। মজা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।

প্যান্ট না পরায় রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হল নায়িকার বোনকে। ঘটনাটি ঘটেছে সার্বিয়ার একটি রেস্তোরাঁয়।

যামি গৌতম এবং তাঁর বোন সুরিলি গৌতম সার্বিয়াতে একটি ছবির শ্যুটিং এর জন্য গিয়েছিলেন। শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে একটু অবসর বের করে স্থানীয় একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। কিন্তু সেখানে ঢুকেই বেরিয়ে আসতে হল তাঁদের। কারণ যামির বোন সুরিলি প্যান্টই পরেননি। তার বদলে পরেছিলেন একটি ফ্রক।

তবে এই ঘটনায় গৌতম কন্যারা কেউই দমে যাননি। অপমানিতও হননি। পুরো ব্যাপারটিকেই তাঁরা হাল্কা ভাবে নিয়েছেন। মজা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, দিদি যামি ছোটো বোন সুরিলিকে জি়জ্ঞেস করছেন কেন তাঁকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে, আর সেই উত্তর দিতে দিতে হেসেই ফেলছেন বোন। ইতিমধ্যেই সেটি নেটিজেনদের মধ্যে বেশ ছড়িয়ে পড়েছে। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই সুরিলি নেট-দুনিয়ায় জনপ্রিয় হয়ে গেলেন।

এবেলা.ইন