ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

সে ছিল সুন্দরী। তবে তার সৌন্দর্য ম্যাগাজিনের মেয়েদের মতো ছিল না।

সে ছিল সুন্দরী। কারণ, তার সৌন্দর্য ছিল সে যেভাবে ভাবত তার ফলাফল।

সে ছিল সুন্দরী। কারণ, যখন সে তার ভালোবাসার জিনিসগুলো নিয়ে কথা বলত, তখন তার চোখের কোণে আলো ঝিলিক দিয়ে যেত।

সে ছিল সুন্দরী। কারণ, অন্যদেরকে হাসাতে পারার প্রবল ক্ষমতা ছিল তার। এমনকি সে যখন নিজে কষ্টে থাকত, তখনও।

না, কখনোই তার সাময়িক শারীরিক সৌন্দর্যের কারণে সুন্দরী ছিল না সে। তার সৌন্দর্য বিস্তৃত ছিল তার আত্মার অন্তস্থল পর্যন্ত।

সে ছিল আসলেই সুন্দরী।