ছবি: অন্তর্জাল (প্রতীকী)

একটা কাঁকড়া পাশ দিয়ে যাচ্ছিল। সে ঝিনুক দুটোর কথা শুনতে পেল। ভেতরে-বাইরে ভালো থাকা ঝিনুকটিকে সে বলল, “হ্যা, তুমি ভালো আছ। তবে তোমার প্রতিবেশী ব্যথায় কাতর হয়ে আছে, কারণ সে তার শরীরের ভেতরে বহন করছে অত্যধিক সুন্দর এক মুক্তা।”