ছবি: সংগৃহীত

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হেসিয়ান, সেকিং, সিবিসি, ছয় কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ছাড়া ফুড গ্রেড ব্যাগ, কাপড়, সুতা ও টোয়াইন রফতানিতে প্রণোদনা মিলবে।

২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট পাটজাত পণ্যে রফতানিতে ২০ শতাংশ ভর্তুকি ঘোষণা করা হয়। একই হারে এসব পাটজাত পণ্য রফতানিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলেও নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে।