অনলাইন ডেস্ক:
আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ার পর ফের পেনাল্টি। এই দুইয়ে মিলে কপাল পুড়ল নাইজেরিয়ার। শনিবার মধ্যরাতের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে দলটি। এই জয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে ক্রোয়েটরা। ম্যাচের ৩২ মিনিটে নিজেদের অবদান ছাড়াই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কর্নার থেকে উড়ে আসা বলে ডাইভিং হেড নিয়েছিলেন মারিও মানজুকিক। সেই বল গোল পোস্টের দিকে না গেলেও এতেবোর পায়ে লেগে তা চলে গেল ঠিকই নাইজেরিয়ার জালে। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন লুকা মডরিচ। ওই মানজুকিককেই ডি-বক্সে ফেলে দিয়েছিলেন উইলিয়াম একং। এতে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিয়েছেন মডরিচ। নাইজেরিয়ান ফরোয়ার্ডদের এমন ব্যর্থতার সুযোগে জয় নিয়ে বিশ্বকাপ শুরু করল ক্রোয়েশিয়া। ডেথ গ্রুপ হিসেবে পরিচিত ডি গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ও আইসল্যান্ড ড্র করেছে। তাই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানেই রয়েছে ক্রোয়েশিয়া।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.