বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঠিক চিকিৎসা না হলে যে কোনো সময় পঙ্গু হয়ে যেতে পারেন বলে মন্তব্য করেছেনে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ঈদের দিন বেগম জিয়ার সঙ্গে স্বজনরা তার সাথে দেখো করেছেন। তার সাররিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। তিনি একা হাটতে পারছেন না। আজকালে মধ্যে তার উন্নত চিকিৎসা দরকার। আমরা তার ইন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নেরে জবাবে মির্জা ফকরুল বলেন , আমরা আগেই বলেছি খালোদা জিয়া ইউনাইটেড ছাড়া সিএমএইচে জাবেন না। তিনি জনগণের সম্পদ , তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করব।