তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিল থেকে পেট্রোবাংলাকে দুই হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুতফুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলাকে এ অর্থ সরবরাহ করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য ব্যাপক বেড়েছে। এতে চড়া দামে এলএনজি আমদানিতে পেট্রোবাংলার তীব্র তহবিল সংকট সৃষ্টি হয়েছে। তাই প্রতিষ্ঠানটিকে এ ঋণ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)সহ-সভাপতি এম শামসুল আল বলেন, এ থেকে স্পষ্ট জ্বালানি খাত নিয়ন্ত্রণে গুরুতর সংকটে আছে সরকার।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ১০ ডলার থেকে ৩৯ ডলারে পৌঁছে।