দর্পণ ডেস্ক : প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল জিম্বাবুয়ে। এর আগে ক্রিকেটের কোনো সংস্করণে অসিদের মাঠে জয় পায়নি আফ্রিকার দেশটি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে সংগ্রহ করল সুপার লিগের ১০টি মূল্যবান পয়েন্ট।
টাউন্সভিলে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪১ রানে অলআউট হয় অসিরা। জবাবে ৩৯ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও সুপার লিগ বলেই গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছে। শনিবার ঐতিহাসিক এই জয়ের ভিত গড়ে দেন জিম্বাবুয়ের বোলাররা। শুরুতে অসিদের চাপে ফেলেন জিম্বাবুয়ের পেসাররা। বাকি কাজটুকু সারেন রায়ার্ন বার্ল। এই পার্টটাইম লেগস্পিনারের বিস্ময়কর বোলিংয়ে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৯৪ রান আসে অসি ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। মাত্র ৩ ওভারে ১০ রানে ৫ উইকেট নেন বার্ল।
ছোট টার্গেট তাড়া করতে নেমে ঘাম ঝরেছে জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ১১ ওভার বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৩৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক রেজিস চাকাভা। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ৩০ রানে নেন ৩ উইকেট।