দর্পণ ডেস্ক : মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
ওবায়দুল কাদের, মেট্রোরেলে প্রতি কিলোমিটারের ভাড়া করা হয়েছে ৫ টাকা। রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক কার্ডে ভাড়া দেয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন। আহত বীর মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে ভাড়া দিতে হবে না।