দর্পণ ডেস্ক : আড়াই বছর ধরে সেঞ্চুরি পাচ্ছিলেন না ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। অবশেষে তিনি পুরনো রূপে ফিরলেন। তাও এমন এক ফরম্যাটে, যাতে তার আগে কোনো সেঞ্চুরি ছিল না। এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে কোহলি বৃহস্পতিবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৫৩ বলে।
আফগান পেসার ফরিদ আহমেদকে পর পর দুই বলে চার এবং ছক্কা মেরে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আফগানিস্তানে বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। রোহিত শর্মার বদলে অধিনায়ক হওয়া লোকেশ রাহুলের ওপেনিং পার্টনার বিরাট কোহলি। দুজনেই হাত খুলে খেলছিলেন। পাওয়ার প্লেতে আসে ৫২ রান। ৩২ বলে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি পূরণ করেন কোহলি। আর লোকেশ রাহুল ফিফটি করেন ৩৬ বলে। ১৩তম ওভারে ফরিদ আহমেদ ১১৯ রানের এই জুটিতে ভাঙন ধরান। ৪১ বলে ৬ চার ২ ছক্কায় ৬২ রান করে নাজিবুল্লাহ জারদানের তালুবন্দি হন লোকেশ রাহুল। এরপর সূর্যকুমার যাদব এসে ফরিদ আহমেদকে একটি ছক্কা মেরে পরের বলেই বোল্ড হয়ে যান। দারুণ খেলছিলেন কোহলি। ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ইনিংস শেষে অপরাজিত থাকেন ৬১ বলে ১২২ রানে। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৬টি ছক্কার মার। এতদিন টি-টোয়েন্টিতে কোহলির সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৯৪*।