দর্পণ ডেস্ক : ২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরে মিডিয়ায় নিজের আগমন জানান দেন হাসিন রওশন। এরপর নিয়মিত কাজ করলেও ২০১৬ সালে বিয়ের পর তাতে ছেদ পড়ে।
২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। এ তারকা এবার জানালেন, আবারও মা হতে যাচ্ছেন তিনি। ফেসবুকে বেবিবাম্পের কিছু ছবি প্রকাশ করেছেন এ শিল্পী নিজেই। হাসিন রওশন ফেসবুকে লেখেন, ‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন। মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয়, একবার যে মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়।’ হাসিন জানালেন, সংসার ছাড়াও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত তিনি। তবে এখন পুরোটা সময় অপেক্ষা করছেন নতুন অতিথির জন্য। বর্তমানে তার স্বামী মারুফুল ইসলাম মারুফ ও সন্তান উযায়ের মাঈনের সঙ্গে ঢাকাতেই আছেন।