দর্পণ ডেস্ক : ব্রিটেনসহ কমনওয়েলথভুক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রাজ সিংহাসনের দায়িত্ব নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। তাকে এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রধান হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে বিভিন্ন দেশ।
এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যদিও এসব দেশে সরকারপ্রধান রয়েছে। বলা হয়, এ ঘোষণা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। ব্রিটেনের সম্মানেই রাজা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। রোববার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্ট থেকে চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস’কে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হলো।
৭০ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে পরপারে পাড়ি জমান রানি দ্বিতীয় এলিজাবেথ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.