শালিখা, মাগুরা প্রতিনিধি ঃ অন্যান্য বছরের ন্যায় গতকাল মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী শত্রুজিতপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শত্রুজিতপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড. সনজিত কুমার বিশ্বাস। কলেজের প্রভাষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সহ সভাপতি পরিতোষ কুমার সাহা,গোয়ালবাতান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আলী আহসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ইকলাচুর রহমান, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাগুরা কৃষি কলেজের অধ্যক্ষ নওয়াব আলী, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, মাদরাসা শিক্ষক আব্দুল মান্নান, কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ, নতুন পুরাতন ছাত্র/ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।