TikTok-কে মাত্র একজনকেই ফলো করেন কাজল, তিনি বাঙালি

নিজস্ব সংবাদদাতা : সদ্য নিজের টিকটক অ্যাকাউন্ট খুলেছেন কাজল। আর অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মধ্যেই অভিনেত্রীর ফলোয়ার ৩১ লক্ষ পার করেছে। কাজলের মত তারকাকে এত লক্ষ মানুষ ফলো করবেন, এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। তবে কাজল কাকে ফলো করেন সেটাই হল আলোচনার বিষয়।

নিজের টিকটক অ্যাকাউন্টে মাত্র একজন ব্যক্তিকেই ফলো করেন কাজল। আর ইনি কে জানেন?

কাজল ঠিক কাকে ফলো করতে পারেন ! এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব স্বাভাবিক ভাবেই আপনার মাথায় যে হাজারো নাম ভিড় করছে তা আমি নিশ্চিত। তবে কাজল ঠিক কাকে ফলো করেন সেটা ধারণা করা একটু কঠিনই বটে। হয়ত এই নামটা শুনলে আপনিও একটু অবাক হবেন। কাজল ফলো করেন তাঁর ‘রিল লাইফ’ পুত্রকে। এখনও ঠিক বুঝলেন না তো? ইনি হলেন অভিনেতা ঋদ্ধি সেন। হ্যাঁ ঠিকই শুনছেন। কাজলের টিকটক অ্যাকাউন্টে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন…

আরও পড়ুন-‘জন্মদিনে একসঙ্গে এত ভাজা কখনও করে দিয়েছ মা?’ খাবারের থালা তুলে একী প্রশ্ন রাজের

ছবি :কাজলের টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট

ছবি :কাজলের টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট

তবে ঋদ্ধি সেনেরও টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তিনি অবশ্য কাউকেই ফলো করেন না। 

প্রদীপ সরকার পরিচালিত অজয় দেবগন প্রযোজনা সংস্থার ছবি ‘হেলিকপ্টর ইলা’-তে কাজলের সঙ্গে অভিনয় করেন ঋদ্ধি সেন। ছবিতে কাজলের অনস্ক্রিন পুত্রর ভূমিকায় ছিলেন ঋদ্ধি। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮র অক্টোবর মাসে। 

আরও পড়ুন-থ্রিলারের ভিড়ে ১০০ বছরের পুরনো ‘দত্তা’র পুনর্জন্ম, ‘বিজয়া’ ঋতুপর্ণা