দর্পণ ডেস্ক : জাপানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো স্পেন। অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে ৩-১ গোলে জিতে প্রথমবার শিরোপার স্বাদ পেল স্পেনের তরুণীরা।
গত বিশ্বকাপেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। তবে ২০১৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে শেষ হাসি হেসেছিল জাপান। কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে দাপট দেখিয়েই ট্রফিতে চুমু দেয় স্পেন।
এদিন খেলার ১২তম মিনিটে এগিয়ে যায় স্পেন। ইমা গাবারো গোলটি করেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গোলসংখ্যা দাঁড়ায় ৮-এ। পরে ২২তম মিনিটে পর ব্যবধান দ্বিগুণ হয়। এবার সালমা পারায়ুয়েলো গোলটি করেন। আর ৫ মিনিট পর পেনাল্টি থেকে সালমা নিজের জোড়া গোল পূর্ণ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান কমায় জাপান। গোল করেন সুজু আমানো। তবে এই গোল স্পেনের জয়ে কোনো বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত স্পেন ৩-১ গোলে জয় নিয়ে উৎসবে মাতে।