দর্পণ ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তিন মাসেরও কম সময় পর শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আসরটি কেন্দ্র করে আয়োজক দেশ কাতার প্রস্তুতির কোনো কমতি রাখছে না। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও কাতারের প্রস্তুতির প্রশংসা করছে।
এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিলেন, কাতার বিশ্বকাপ হবে অন্য যেকোনো আসর থেকে সেরা। কোস্টারিকায় ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে এমনটি জানান তিনি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। কাতার নিউজ এজেন্সির টুইটের বরাত দিয়ে গালফ টাইমস জানায়, ইনফান্তিনো বলেছেন ২ মিলিয়ন দর্শক এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন। এটি হবে দুর্দান্ত এক উদযাপন, যা অন্য যেকোনো আসর থেকে সেরা। তিনি বলেন, ‘শিশুরা ডিজনিল্যান্ডে প্রথমবার গেলে যে অনুভব হয় তেমনটিই দর্শকরা এখানে পাবেন।’ ইনফান্তিনো আরও বলেন, ‘আমি এই টুর্নামেন্টের সফলতার ওপর দারুণ আত্মবিশ্বাসী। সমর্থকদের জন্য এটি একটি ভিন্ন অভিজ্ঞতা হবে।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.