আলোক নাথ ও সন্ধ্যা মৃদুল
দর্পণ ডেস্ক :এবার অভিনেতা আলোক নাথের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। আর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন লেখক-প্রযোজক বিনতা নন্দা। এখানেই শেষ নয়, আলোক নাথের বিরুদ্ধে এবার আরও একজন মুখ খুলেছেন।

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির ক্রিউ মেম্বর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। মুম্বাইতে ছবির শ্যুটিংয়ের সময় তাঁকে কীভাবে হেনস্থা করেছিলেন অলোক নাথ সে কথাই এবার জনসম্মুখে প্রকাশ করলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, “একটি রাতের দৃশ্যের শ্যুট ছিল। আমি অলোক নাথের ‘কস্টিউম’ নিয়ে ওনার (আলোক নাথ) কাছে যাই। পোশাকগুলি ওনাকে দিতেই হঠাৎ আমার সামনে দাঁড়িয়েই পোশাক খুলতে শুরু করেন তিনি। আমি খানিকটা চমকে গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। সেই মুহূর্তে উনি আমার হাত ধরে টেনে জড়িয়ে ধরেন। কোনোরকমে নিজেকে ছাড়িয়ে আমি পালিয়ে আসি। অবাক হয়ে গিয়েছিলাম পুরো ঘটনার পর, রাগও হয়েছিল। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। ছবির পরিচালক সুরজ বরজাতিয়ার ঘনিষ্ঠমহলের একজন অলোক নাথ। ওনার বিরুদ্ধে কথা বলার সাহস আমার তখন হয়নি। তারপর থেকেই আমার জীবনটা পাল্টে যায়। ছবির বাকি শ্যুটিং স্কেডিউলে খুব ভয়ে ভয়ে আসতাম।”

অভিনেত্রী সন্ধ্যা মৃদুল অভিযোগ করেছেন,  তাঁকে ধরে টানাটানি করার চেষ্টা করেছিলেন অলোক নাথ।

বিনতাকে সমর্থন করে সন্ধ্যা টুইটারে লেখেন, “ক্যারিয়ারের শুরুর দিকে টেলিফিল্মের শুটিং করছিলাম। আমি লিড ছিলাম। খুবই উচ্ছ্বসিত ছিলাম। অলোক নাথ অনস্ক্রিনে বাবা ও রিমা লাগু মা হয়েছিলেন। অলোক নাথ আমাকে নিয়ে খুব ইম্প্রেসড ছিল। আমাকে ‘ঈশ্বরের সন্তান’ বলেও ডাকত। আমি অসাধারণ ‘বাবুজি’-র অন্ধ ভক্ত ছিলাম। তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এবং খুশিও হতাম।”

“এমনই চলছিল একটা রাত পর্যন্ত। তাড়াতাড়ি প্যাক আপের পর কাস্টের সবাই ডিনারে গেছিলাম। সেই সময় ও মত্ত ছিল। এবং আমাকে জোর করতে থাকে ওর সঙ্গে বসার জন্য।”

তিনি আরও জানান, ডিনারের পর হোটেলে ফিরে যখন কস্টিউম দেখছিলেন সন্ধ্যা, সেই সময় হঠাৎই দরজা খুলে ফেলেন অলোক নাথ। সন্ধ্যা চেষ্টা করে দরজা বন্ধ করার। সেই সময় শৌচালয়ে ঢুকে অভিনেত্রীকে জড়িয়ে ধরেন বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যার কথায়, “সামনে ঝুঁকে এসে ও চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে চাই, তুমি আমার।”

তবে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলেন বলে জানান সন্ধ্যা। ভাগ্যক্রমে সেই সময় টেলিফিল্মের সিনেমাটোগ্রাফারের সঙ্গে দেখা হয় সন্ধ্যার। তিনি বিষয়টি জানানও। ওই ব্যক্তি অলোক নাথকে বোঝানোর চেষ্টা করে ও তাঁকে সন্ধ্যার ঘর থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু, অলোক নাথ যেতে রাজি হননি। উপরন্তু তাঁকে হুমকি দেন বলে জানিয়েছেন সন্ধ্যা। সেই রাতে হেয়ার ড্রেসারের সঙ্গে ঘরে ঘুমোন অভিনেত্রী।

এরপরও একসঙ্গে কাজ করতে হয়েছে দু’জনকে। সন্ধ্যা বলেন, “এরপরও কয়েক ঘণ্টা আমাকে শুটিং করতে হয়েছে। ওর কোলে বসতে হয়েছে। কাঁদতে হয়েছে।” সন্ধ্যা আরও জানিয়েছেন, এখানেই বিষয়টি শেষ হয়নি। বারবার একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এই ঘটনার জেরে অসুস্থও হয়ে পড়েন তিনি।

পরে অবশ্য অলোক নাথ এই ঘটনায় ক্ষমা চান। তবে সন্ধ্যার কথায়, ক্ষমা চাইলেও যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছিল। ততদিনে মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন।

সূত্র: জি নিউজ