ছবিঃ ওয়ার এন্ড পিস  মুভিতে নাতাশা চরিত্রে আদ্রে হেপবার্ন

কারণ, একজন জীবিত মানুষের শরীরে একক কোনো অসুখকে পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। প্রতিটি  জীবিত মানুষেরই নিজস্ব কিছু অদ্ভুততা আছে। সকল সময়েই সে কিছু অদ্ভুত, নতুন ও জটিল ধরনের অভিযোগ করে থাকে যেগুলো ডাক্তারি বইতে লেখা নেই। তার অসুখ কেবল ফুসফুস, কিডনি, চামড়া, হৃদয় বা ডাক্তারি বইতে বর্ণিত নির্দিষ্ট কোনো অঙ্গের নয়। বরং তার অসুখ বর্ণিত অঙ্গসমূহের বিভিন্ন অসুখের অসংখ্য সম্মিলন।