আওয়ামী লীগ গত ১১ বছর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনের প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, ভোটারেরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক দলগুলো লেভেল প্লেয়িং ফিল্ড পায় না। বিএনপি নির্বাচন ব্যবস্থার সংস্করণ চায়।
মঙ্গলবার দুপুরে হাতিরপুল এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আজ নির্বাচন কমিশনার বিতর্কিত হয়েছে। এর দায় সরকারের। পৃথিবীর সব লোক মনে করে বিতর্কিত নির্বাচন হয়েছে, যদি ৭৫ ভাগ লোক নির্বাচন বর্জন করে তাহলে আমাদের দাবিই সঠিক। আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি করে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
ভোটারদের কেন্দ্রে নিতে কী কী পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে ধানের শীষের প্রার্থী রবি বলেন, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থী হিসেবে চেষ্টা করছি। ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনীহা রাষ্ট্র তৈরি করছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিধায় ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা মনে করে ফলাফল আগেই নির্ধারত বা আমি যে প্রার্থীকে ভোট দেব তাকে ভোট দেওয়া যাবে না। জোর করে অন্য প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হবে। গত ১১ বছর সরকার তাই প্রতিষ্ঠিত করেছে। তবে আমি এই ধারণা দূর করতে চাচ্ছি। এই রাষ্ট্রের মালিক জনগণ। ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে চেষ্টা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আবু কাওসার ভুইয়া, ধানমন্ডি থানা যুবদলের সভাপতি হাবীবুর রহমান প্রমুখ।