অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি।
শনিবার নগরের তেলিয়াহাওর এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনের সংবাদ সম্মেলন করে কামরানকে সমর্থন দেন দলের নেতাকর্মেীরা। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, জেলা পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশরাফুল ইসলাম শামীম প্রমুখ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে।