দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতাসীন জোটে যোগ দিতে চায় অনেক দল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আসার আবেদন জানিয়েছে অনেকগুলো দল। তবে জোট সম্প্রসারণ হবে কিনা, এ সিদ্ধান্ত পরে হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আগামী মাসের প্রথম সপ্তাহে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচনকে সামনে রেখে ছোট দলগুলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জোটে ভিড়ছে। আবার বড় দলগুলোও শরিকের সংখ্যা বাড়াতে এসব নামসর্বস্ব দলকে কাছে টানছে। ভোটের মাঠে অস্তিত্ব নেই, কমিটি নেই, জনবল নেই এমন দলও বড় দুই জোটে ভেড়ার চেষ্টা করছে। গত নির্বাচনে সবক’টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল জাকের পার্টির। ওবায়দুল কাদের জানিয়েছেন, জাকের পার্টির নেতারা তার সঙ্গে দেখা করেছেন। তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আসতে চায়। সাতদলীয় একটি বাম জোটও আওয়ামী লীগের সঙ্গে আসার আবেদন জানিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী ঐক্যে শামিল হতে চায় বাহাদুর শাহর নেতৃত্বাধীন ইসলামী ফ্রন্ট, ব্যারিস্টার নাজমুল হুদার বিএনএ।
ওবায়দুল কাদের জানান, প্রতিদিনই দু-একটি দল জোটের আসার আবেদন জানাচ্ছে। দেখা করে তাদের আগ্রহের কথা জানাচ্ছে। তবে কাউকে জোটে শামিল করার আশ্বাস দেননি বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, সবার কথা শোনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হবে কোন কোন দলকে জোটে নেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে তারা চিন্তিত নন। বিএনপি ২০০১ সালের পরিস্থিতি আর সৃষ্টি করতে পারবে না। আওয়ামী লীগ আত্মবিশ্বাসী, কারণ তাদের সঙ্গে জনগণ আছে। জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সৎ নেতৃত্বের প্রতি আস্থাশীল।
ওবায়দুল কাদের বলেন, শহীদ শেখ রাসেলের মৃত্যুর বেদনা তার জন্মদিনের আনন্দকে ছাপিয়ে গেছে। শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের শপথ হত্যা, সন্ত্রাস ও খুনের রাজনীতিকে নির্মূল করা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।