আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রশংসা

জম্মু ও কাশ্মীরসহ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমাজকর্মী ও সাংবাদিকরা ৩৭০ ধারা অপসারণের ভারত সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এছাড়াও অনেক ইউরোপীয় সংসদ সদস্য এবং বিদেশবিষয়ক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। 

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ৪৩তম অধিবেশন শেষে জেনেভা প্রেসক্লাবে ‘জম্মু ও কাশ্মীর: শিফটিং ফ্যাক্ট ফর্ম ফিকশন’ বিষয়ক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই সিদ্ধান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরেরর বাসিন্দাদের ভারতীয়দের মতো আরও অধিকারলাভের দাবিতে অনুপ্রাণিত করেছে। 

উপত্যকার সমাজকর্মী সৈয়দ তাহমিনা বলেন, যে ৩৭০ ধারা শেষ হওয়ার পরে উপত্যকার নারীরা তাদের অধিকারের সুযোগ নিতে পারবেন।

কাশ্মীরের বাইরে বিবাহিত একটি মেয়ে আর তার সম্পত্তির অধিকার হারাবে না। অতীতে এই জাতীয় নারী এবং তাদের সন্তানদের কাশ্মীরে সম্পত্তি কেনার অধিকার ছিল না। তবে এখন তারা জমি এবং বাড়ি কিনতে পারবে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে থেকে আগত জেকেএনএএপি সভাপতি মোহাম্মদ সাজ্জা রাজা বলেছিলেন, যে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দখল করেছে। ইসলামাবাদের পক্ষ থেকে এটিকে আজাদ বা ফ্রি কাশ্মীর বলা হলেও এটি নিখুঁত কল্পকাহিনী। আমি সেই জায়গার অধিবাসী ছিলাম, বাসিন্দাদের যেখানে কোনও স্বাধীনতা নেই। আমাদের সাংবিধানিক, আইনী, ধর্মীয় এবং সামাজিক অধিকার নেই। তবে সমস্ত নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনরা সেখানে সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে বলে ওই মঞ্চে দাবি করেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/আরাফাত