দর্পণ ডেস্ক : মাহিয়া মাহি অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের খবর দিলেন। ছবি প্রকাশ করে নিজের এই বিয়ের কথা জানিয়েছেন তিনি। যদিও মাহির এই ‘সারপ্রাইজ’-এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল। গতকাল রোববার দিনগত রাত সাড়ে ১২টায় ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর পাত্র কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেয়া হচ্ছে। বিয়ের বিশেষ এই মুহূর্তে ছবিটি প্রকাশ করে মাহি জানান, রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ।
আজ ১৩/০৯/২১ইং ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া। গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন তিনি। যদিও সারপ্রাইজটি গোপন রাখতে পারেননি মাহি। জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এটি তারও দ্বিতীয় বিয়ে। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.