সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে শনিবার ভোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক রিক্সাচালক মারা গেছেন।নিজের ব্যাটারী চালিত রিকশার চার্জিং এর বৈদ্যুতিক সংযোগ (বিচ্ছিন্ন করা) খোলার সময়ে রিক্সা চালক জামাল গাজী (৩২) দুর্ঘটনায় পড়েন তার বলে পরিবার সূত্রে জানা গেছে।নিহত জামাল ওই গ্রামের মৃত রহমান গাজীর পুত্র ছিল।চাওড়া ইউপি’র চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,প্রতিদিন ভোরে লঞ্চ যাত্রীদের বহন করার জন্য জামাল রিক্সা নিয়ে বের হতো।শনিবার ভোররাত থেকে প্রচুর বৃষ্টি হওয়াতে তার পুরো রিক্সাটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল বলে ধারনা করা হচ্ছে।জামালের দাফনসহ সকল কাজে তার পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.