প্রতিকী ছবি

বরগুনা প্রতিনিধিঃ আমতলী পৌর শহরে বখাটেদের উৎপাত চরমআকারে বেড়ে গেছে।স্কুল কলেজগামী মেয়েরা,বয়স্ক মানুষ ও সাধারণ ব্যবসায়ীরা বখাটেদের কাছে প্রায় জিম্মি হয়ে পড়েছে।বখাটেদের অনেকেই পৌর শহরের বিভিন্ন সড়কে দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কলেজগামী মেয়েদের উত্যক্ত করে থাকে।
সড়কে চলাচলরত বয়স্ক মানুষ ও শিশুরা, অহরহ ঘটছেও ছোটখাট দুর্ঘটনা। আমতলী সরকারী একে স্কুল সড়ক, মহিলা কলেজ সড়ক, গালর্স স্কুল সড়ক,  আমতলী সরকারী কলেজ রোড সড়কগুলোতে বখাটেদের উৎপাত সবচেয়ে বেশি। এসব বখাটেদের অধিকাংশই নাম পরিচয়হীন পরিবারের উচ্ছন্নে যাওয়া সন্তান।স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় শহরের পরিবেশকে বিনষ্ট করছে বলে শহর বাসীদের অভিযোগ।
এ বিষয় আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন  বলেন,এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা পরিষদের আইনশৃংখলা বিষয়ক  মাসিক সভায় সোমবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।