সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসন্তের রঙে রাঙাতে প্রস্তুতি শুরু করেছে প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৩ ফেব্রুয়ারি শারজাতে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব।
মঙ্গলবার রাতে শারজায় এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক শিবলী সাদিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াকুব সৈনিক।
প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন দুবাই বাংলাদেশ সমিতির আহ্বায়ক আব্দুস সবুর, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বিজসেন কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণী চৌধুরী, বিজনেস কাউন্সিলের যুগ্ম-সম্পাদক সাইফুদ্দিন, বসন্ত উৎসবের সমন্বয়ক হাজী শফিকুল ইসলাম, মীরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাজহার উল্ল্যাহ মিয়া প্রমুখ।
আলোচকরা বলেন, এ আয়োজন সব বাঙালির। পরবাসে একটি সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসন্ত বরণ করতে চাই। এর মাধ্যমে বাঙালির চিরায়িত ঐতিহ্যকে লালন করতে চাই। এই প্রথম আমিরাতে শিল্পী, সাংবাদিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটি সমন্বয়ে একটি উৎসব হতে যাচ্ছে, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে।