দর্পণ ডেস্ক : আর্সেনালকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে জুয়ান গাম্পের শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শিরোপা জয়ের দিনে জয়সূচক গোলটি করেন বদলি নামা লুইস সুয়ারেজ।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ন্যু ক্যাম্পে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে ছাড়াই শিরোপা জিতে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।
প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।
ম্যাচের ৩৬তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলের বদলি নামা লুইস সুয়ারেজ।
বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোন।