দর্পণ ডেস্ক : চলমান ইউএস ওপেনে দুর্দান্ত ফর্মে রয়েছেন সেরেনা উইলিয়মস। বুধবার রাতে সেতানা পিরানকোভাকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে গেলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে সেমিতে নাম লেখান সেরেনা।
মেয়েদের এককে ২৪টি গ্র্যান্ডস্লাম জেতা একমাত্র কৃতিত্ব মার্গারেট কোর্টের। ইউএস ওপেন জিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার সুযোগ সেরেনার। ৩৮ বছর বয়সী সেরেনা কোয়ার্টার ফাইনালে জিতেছেন ৪-৬, ৬-৩, ৬-২ সেটে। ছয়বারের ইউএস ওপেন জয়ী এই মার্কিন তারকা সেমিতে মুখোমুখি হবেন বেলারুশিয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার। নারী এককের আরেক সেমিতে লড়বেন জাপানের নাওমি ওসাকা ও যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডি।