দর্পণ ডেস্ক : ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটেছে। ওই সময় ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল। খবর বিবিসির।
গণমাধ্যমটি বলছে, ফিদেনে এলাকার ওই বৈঠকের কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সোরবাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, রোববার (১১ ডিসেম্বর) ক্যাফেতে ডুকে হামলাকারী চিৎকার করে বলেন ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর পিস্তল থেকে গুলি ছোড়ে সে। তবে কয়েকটি গুলি চালানোর পর ক্যাফেতে উপস্থিত ব্যক্তিরা হামলাকারীকে নিবৃত্ত করে। পরে পুলিশ এসে তাকে আটক করে। আহত ব্যক্তিদের মধ্যে দুই পুরুষ ও দুই নারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এ বিষয়ে একটি জরুরি বৈঠক করবেন বলেও জানা গেছে।
এদিকে এ ঘটনায় ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই নারী হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী।