কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহসভাপতি সফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে রামখানা ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এরশাদুল হক উপজেলার দক্ষিণ রামখানা গ্রামের রুহুল আমিনের ছেলে, আর সফিকুল ইসলাম একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ জানায়, এরশাদুল হক মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে শফিকুল ইসলামসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ সভাপতি ফজলুল করিম সাজু জানান, এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।