দর্পণ ডেস্ক : ধর্মীয় উপাসনালয়গুলোতে মোনাজাত ও প্রার্থনা, আলোচনাসভা, গণপ্রার্থনা ও আলোক উৎসব, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার দেশজুড়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। এতে আনন্দ, উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। কোথাও কোথাও আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বর্ণাঢ্য আয়োজন করেন।
বাসস জানায়, প্রাচ্যের নয়া তারকা, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী এবং মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনটি গতকাল উৎসবমুখর পরিবেশে পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে দেশজুড়ে নেয়া হয় বিভিন্ন কর্মসূচি।
১৯৪৭ সালের এই দিনে শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
জন্মদিন উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয় । সকাল ১০টার পরে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমণ্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে দরিদ্রদের মাঝে রিকশা-ভ্যান বিতরণ করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বৌদ্ধবিহার (মেরুল বাড্ডা) এবং সকাল ৯টায় মিরপুরের সেনপাড়া পর্বতায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) ওয়াইএমসি এ চ্যাপেলে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নবীনদের দৃষ্টিতে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় হাসুমণির পাঠাশালার উদ্যোগে প্রথমবারের মতো চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম : গণপ্রার্থনা ও আলোক উৎসবের মাধ্যমে চট্টগ্রামে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ‘জাগ্রত ছাত্র-যুব জনতা’।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল রূপগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আবুল টুকুর সভাপতিত্বে গতকাল বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ প্রমুখ।
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই হাজার প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান এবং প্রায় এক হাজার মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী জামিল হাসান দুর্জয়।
এছাড়া গোপালগঞ্জ, বাগেরহাটের শরনখোলা, মোরেলগঞ্জ, মানিকগঞ্জের শিবালয়, চাঁদপুর, নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলা উপজেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।