অনলাইন ডেস্ক : এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ জুলাই (বৃহস্পতিবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার (৫ জুলাই) বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমানও নিশ্চিত করেছেন খবরটি।
গত ২ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ মে।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি।