দর্পণ ডেস্ক : রাইমা সেন নিজের নামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। অভিনেত্রীর নানি সুচিত্রা সেন বা মা মুনমুন সেনের নামের আশ্রয়ে তাকে থাকতে হয়নি। গ্ল্যামার বা অভিনয়ে সবখানেই তিনি সফল। পেয়েছেন জনপ্রিয়তাও।
টালিগঞ্জ থেকে বলিউড, মাতিয়েছেন তিনি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে। তবে মাঝে অনেকটা সময় তাকে নীরব দেখা যাচ্ছে কলকাতার সিনেমায়। এবার জানা গেল, সেই নীরবতার সময়টা তিনি কাটিয়েছেন তামিল সিনেমার শুটিংয়ে।
সিনেমার নাম ‘অগ্নি সিরাগুগাল’। সিনেমাটিতে রাইমার বিপরীতে অভিনয় করবেন তামিলের জনপ্রিয় নায়ক অরুণ বিজয়। এক টুইট বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নবীন।
সেই টুইটে সিনেমাটির পোস্টারও প্রকাশ করেছেন তিনি। সেখানে রাইমা সেনকে বেশ খোলামেলা লুকে দেখা গেছে। জানা গেছে, রাইমা ও অরুণ ছাড়াও ছবিতে রয়েছেন বিজয় অ্যান্টনি এবং আকসরা হাসান।
এরই মধ্যে প্রথম ধাপে সিনেমাটির শুটিং শেষ হয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। সিনেমাটির বাকী অংশের শুটিং হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজাখস্তানে।