দর্পণ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’নামে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় জাহাজের এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে পতেঙ্গা থানার বিজয়নগর ঘাটে এ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আরো দুই কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাইফুল ইসলাম (৩০) জাহাজটির লস্কর বলে জানা গেছে। সাইফুল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন-মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫)। তারা দু’জন জাহাজ শ্রমিক।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুর রহমান জানান, নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’নামের একটি জাহাজে দুর্ঘটনাবসত আগুন লাগে।

এ সময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে জাহাজটির লস্কর সাইফুল মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাহিদ ও মিজানকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।