দর্পণ ডেস্ক : এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন সাকিব আল হাসানের নেতৃত্বে দলটি। টি-টোয়েন্টিতে নেতৃত্ব ফিরে পাওয়ার পর এশিয়া কাপেই প্রথমবার মাঠে নামবেন সাকিব। অন্যদিকে কোনো হেড কোচ ছাড়াই এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন। এছাড়া সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম দলের সঙ্গে থাকছেন। আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া। যেখানে গ্রুপ ‘বি’তে থাকা টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলবে। বাংলাদেশ গ্রুপে আরেক দল শ্রীলংকা।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.