জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সম্পাদকদের মতবিনিময় রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে শুরু হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন— ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, সহসভাপতি তানিয়া রব, দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহাসচিব মোস্তফা মোহসিন মন্টু, বিএনপি নেতা মওদুদ আহমদ, ড. খোন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, শায়মা ওবায়েদ ও আসাদুজ্জামান রিপন।
সম্পাদকদের মধ্যে আছেন— নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, এএফপি’র ব্যুরো প্রধান শফিকুল আলম, রয়টার্স প্রতিনিধি সিরাজুল ইসলাম কাদির, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ভোয়া’র (ভয়েজ অব আমিরিকা) প্রতিনিধি সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবর-এরর ব্যাবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।