অনলাইন ডেস্ক : রাজনৈতিক লড়াইয়ে এবারের খেলার মাঠে সতীর্থদের সমর্থন পেলেন ইমরান খান। পাকিস্তানের এ রাজনীতিবিদ আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে লড়ছেন। শনিবার তাকে সমর্থন জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।

ইমরান খানের উদ্দেশ্যে টুইটারে ওয়াসিম আকরাম লিখেছেন, আপনার নেতৃত্বে আমরা ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনার নেতৃত্বেই আমরা উদার গণতান্ত্রিক দেশ হিসেবে ফের যাত্রা শুরু করতে চাই।

ওয়াকার ইউনুস লিখেছেন, আপনার সততা নিয়ে প্রশ্ন নেই যেটা আমাদের দেশের খুব প্রয়োজন। আপনি একজন সৎ নেতা। আপনার পেছনেই আছি।