ওই দুই ব্যক্তি একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন কিনা তা জানাতে পারেননি বিমানবন্দরের এই কর্মকর্তা
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ও স্পেন ফেরত দুই বাংলাদেশিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
তিনি জানান, ওই দুই ব্যক্তির শরীরে উচ্চ তাপমাত্রা থাকার কারণে তাদের আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দরে থাকা স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে তৌহিদ-উল আহসান আরও বলেন, বিদেশফেরত দুজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েকটি লক্ষণ ছিল। তাই তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়।
তবে ওই দুই ব্যক্তি একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন কিনা তা জানাতে পারেননি বিমানবন্দরের এই কর্মকর্তা।
এদিকে গতকাল রবিবার (৮ মার্চ) প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের দুজন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে ফেরেন। তাদের সম্পর্কে জানতে চাইলে তৌহিদ-উল আহসান বলেন, কোন এয়ারলাইনসের মাধ্যমে দুজন দেশে ফিরেছিলেন এ নিয়ে কোনো তথ্য তাদের হাতে নেই। ওই ফ্লাইটে থাকা আর কোনো যাত্রী, পাইলট বা ক্র্যু-মেম্বারদের পরীক্ষার প্রয়োজন আছে কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে।