প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পোষা প্রাণীকে চুমু দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হংকং।
একটি পোষা কুকুরে শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ আহ্বান জানায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ জানায়, ওই পোষা কুকুরটির শরীরে নিম্ন পর্যায়ে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মানুষের মাধ্যমে অন্য প্রাণীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার একটি প্রক্রিয়া এটি।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত বিশ্বের ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত; যার মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর করোনায় প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।