থাকো, আর বেঁকে থাকো, জটিল বাক্য পর্যন্ত
জগতে যত প্রশংসা জন্মায়, বিমিশ্র বিহেভিয়ার
তার থেকে দূরেই থাকি আমি
একাকী আর লড়াকু এই ধারণা যতটুকু
স্পেস নিয়ে থাকে বিবিধ সমাজে
অথবা অর্ধবৃত্ত আকারে বাক্য পেঁচিয়ে আসে ক্রমে
আত্মঘাতী দুপুরে ক্ষুধার্ত মাসুদ পথিক
অনেক বিবেচ্য বিষয় থেকে দূরে
কিংবা থাকা না-থাকার মধ্যবর্তী স্থানে
এই-যে ম্রিয়মাণ কৃষিজমি, চাষ করে করে
ফলনের আশায় আশায় এই করুণার বিপ্রতীপে
উদারতার গোলাঘর বুকে, ভরেছি গল্পচিত্র সমকাল
মহাকালে, এইমতো ধুলোময় সড়কে, সড়কে
সড়কে খুঁটে খাচ্ছি দেখো নিজেকেই, বিলুপ্ত পাখির স্বরূপে
মননের সুতীব্র আহার, আর সুষম বাক্যের দানা