জাস্টিন ট্রুডো

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী ট্রুডোকেও ১৪ দিন আইসোলেশনে রাখা হবে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো নভেল করোনাভাইরাসে (এনকভ-১৯) আক্রান্ত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক অফিসিয়াল বিবৃতিতে এমন তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়, “সোফি গ্রেগরি-ট্রুডো আজ কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করিয়েছেন। টেস্টে সংক্রমণ ধরা পড়েছে।”

সেখানে আরও বলা হয়, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন থেকে আইসোলেশনে থাকবেন। তিনি বর্তমানে ভাল বোধ করছেন, সবধরনের সতর্কতামূলক পরামর্শ অনুসরণ করছেন এবং তার শরীরে সংক্রমণের লক্ষণ তীব্র নয়।”

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিষয়ে বলা হয়, “প্রধানমন্ত্রী সুস্থাবস্থায় আছেন এবং তার শরীরে সংক্রমণের কোনো লক্ষণ নেই। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ১৪ দিন আইসোলেশনে রাখা হবে।”

এই সময়কালের মধ্যে ট্রুডো যথারীতি তার দায়িত্ব পালন করে যাবেন। আগামীকাল তিনি দেশের নাগরিকদের উদ্দেশ্যে কথাও বলবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ট্রুডো দম্পতি জানিয়েছিলেন যে, তারা “সেল্ফ-আইসোলেশনে” রয়েছেন। সম্প্রতি ব্রিটেন সফর থেকে ফেরেন গ্রেগরি-ট্রুডো। বুধবার স্থানীয় সময় দিবাগত রাতে তার শরীরে হালকা জ্বর দেখা দেয়।