দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবির বাসায় ইয়াবা রেখে তাকে হয়রানী করার ষড়যন্ত্র ফাঁসের পর বিক্ষুব্দ আইনজীবিরা ষড়যন্ত্রের টার্গেটে থাকা আইনজীবির নাম ও ষড়যন্ত্রের নেপথ্যের কারিগরদের নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে কলাপাড়া থানা পুলিশকে আলটিমেটাম দিয়েছেন।

সোমবার (৯এপ্রিল) রাতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবিরা তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে একই সাথে পুলিশকে আদালত বর্জনের হুশিয়ারীও প্রদান করেন।

পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করলেও দোষী পুলিশ কর্মকর্তা ও তাদের নেপথ্যের মদদদাতাদের অদ্যবধি চিহ্নিত করে কোন ব্যবস্থা নেয়নি।

এর আগে সোমবার দুপুরে কলাপাড়া চৌকি আদালত আইনজীবি কক্ষে জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: ইউনুছ আলী মোল্লা’র সভাপতিত্বে জরুরী সভায় মিলিত হন আইনজীবিরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট হাবিুবর রহমান, অ্যাডভোকেট শংকর চন্দ্র রায়, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, কলাপাড়া আইনজীবি কল্যান সমিতির সভাপতি ও জেলা আইনজীবি সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট আবদুস সত্তার, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ, অ্যাডভোকেট সাইদুর রহমান, কলাপাড়া আইনজীবি কল্যান সমিতির সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমূখ।

পুলিশ ও আইনজীবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬এপ্রিল) রাতে একটি প্রভাবশালী মহলের ইঙ্গিতে পুলিশের এক সোর্সের বরাত দিয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক সিদ্দিক সহ কয়েকজন উৎসাহী পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি বিশেষ মহলের ইঙ্গিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেনের কাছে অনুমতি চান ষড়যন্ত্রের টার্গেটে থাকা ওই আইনজীবির বাসায় মাদক বিরোধী অভিযানে নামার। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি না মেলায় কতিপয় পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী মহলের ষড়যন্ত্র সফল হয়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আলী আহমদ সাংবাদিকদের জানান, আইনজীবিদের সাথে পুলিশের বৈঠকের সত্যতা স্বীকার করে জানান, আইনজীবিদের দাবীর বিষয়টি গুরুত্বের সাথে নেয়া হয়েছে।