দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে আন্ধারমানিক নদীর ওপর নির্মিত শহীদ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়ক নির্মানে ক্ষতিগ্রস্থ ১৪ টি পরিবারের গাছপালা এবং বসত ঘরের ক্ষতি পূরনের সহায়তার আওয়ায় অন্তর্ভূক্ত না হওয়ার দাবিতে ১৩ মে বুধবার ১১ টার দিকে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোসাঃ মুক্তা বেগম ও মো. নজরুল আকন বক্তব্য বলেন,এলজিইডি অধিনে নির্মানাধীন সড়কের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়ি ছাড়ার হুমকি এবং মামলার ভয় দেখান। তারা আরও বলেন জেলা প্রশাসকসহ এলজিইডির উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপে কামনা করেন।