দিবাকর সরকার , কলাপাড়া প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানের মধ্য দিয়ে এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্র কলাপাড়ার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক। তিনি বলেন, কৃষিনির্ভর অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরত্বপুর্ণ ও অনস্বীকার্য। মৎস্য সম্পদে সমৃদ্ধ উপকূলীয় জেলা পটুয়াখালী। সমুদ্র মোহনা, নদী, খাল-বিল, পুকুর, ডোবার সমন্বয়ে গঠিত এ জেলা মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে আসছে। জাতীয় মাছ ইলিশ ছাড়াও গলদা চিংড়ি, কাঁকড়া, পাঙ্গাসসহ অতি গুরুত্বপুর্ণ প্রজাতির প্রাপ্যতা মৎস্য সম্পদের ÿেত্রে দিয়েছে এ জেলাকে অনন্য বৈশিষ্ট। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর স্থাপিত হচ্ছে কলাপাড়ায়। এ বন্দরের মাধ্যমে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে যুক্ত হবে নতুন মাত্রা। এ কর্মকর্তা জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে ইতিমধ্যে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৬০টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এর মধ্যে বিলুপ্তপ্রায় প্রজাতির ১৮টি মাছের পোনা উৎপাদন করেছে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। এছাড়া কই মাছের রোগ প্রতিরোধের টিকা উদ্ভাবন করা হয়েছে। এসব প্রযুক্তির ফলে ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে মাছের উৎপাদন দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩৪ লÿ মেট্রিক টন। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এই সাফল্য ধরে রাখতে সবাই সচেষ্ট থাকতে হবে বলে এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন। এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা ফজলে রাব্বী, সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল দুষণের কবল থেকে রÿার পরামর্শ দেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.