Exif_JPEG_420

দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল মান্নানের বসতঘরে সন্ত্রাসী হামলা ভাংচুর মারধর লুটপাট চালানো হয়েছে। কুপিয়ে তছন্ছ করা হয়েছে ঘরের বেড়াসহ আসবাবপত্র থেকে মালামাল। থালাবাসন পর্যন্ত ভাংচুর করা হয়েছে। লুটে নেয়া হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার। সন্ত্রাসীদের হামলায় জখম হয়েছেন মাওলানা মান্নানের বৃদ্ধ বাবা মোতালেব শরীফ, মা হালিমা খাতুন ও স্ত্রী আঞ্জুমান আরা খুশী। প্রায় ঘন্টাব্যাপী এমন হামলার ঘটনায় ওই বাড়ির লোকজনসহ আশপাশের মানুষ হতবাক বনে গেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে রোববার শেষ বিকেলে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, ওসি মোঃ জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের একটি টিম সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে এসবের সত্যতা স্বীকার করে একটি মামলা নিয়েছেন। মামলায় স্থানীয় জুলহাসকে প্রধান করে আট জনকে আসামি করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মাওলানা মান্নান জানান, তাকে ২১ জুলাই বেধড়ক মারধর করে একই চক্র। আহত অবস্থায় তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠণকে কেন্দ্র করে ওই এলাকার আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের সঙ্গে বিরোধ রয়েছে। তাকে এই হামলার মদদদাতা হিসেবে দায়ী করেছেন মাওলানা মান্নান। তবে রুহুল আমিন পাল্টা অভিযোগে দাবি করেন, ভারপ্রাপ্ত সুপার অবৈধভাবে জামায়াত-বিএনপির লোকজনকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠণ করে বিভিন্ন ধরনের অনিয়ম করে যাচ্ছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় হামলা-ভাংচুরের মিথ্যা অভিযোগ করেছেন। ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন আরও জানান, আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনার জের ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।