কানাডার ক্যালগেরিতে ডাঃ হাবিবা মার্জিয়া খানম নতুন বাংলাদেশি ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে যোগদান করেছেন।
তিনি ক্যালগেরিতে অবস্থিত সাভানা মেডিকেল সেন্টার এবং অ্যাবিডেল মেডিকেল সেন্টারে (৮১৪ ৬৮ স্ত্রীট নর্থ ইস্ট)এ প্রবাসী বাঙালিসহ অন্যান্য কমিউনিটির রোগীদের সেবা দিবেন। জরুরি প্রয়োজনে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন এই ফোন ৫৮৭-৪৭০-৯৩৩৩ নাম্বারে। তিনি নতুন পেশেন্ট গ্রহণ করবেন এবং ওয়াক-ইন পেশেন্টও দেখবেন।
ডাঃ হাবিবা মার্জিয়া খানম ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি তার স্বামী এবং সাড়ে ছয় বছর বয়সি দুই টুইন মেয়েকে নিয়ে বর্তমানে ক্যালগেরিতে বসবাস করেছেন। এখন থেকে তিনি ক্যালগেরিতে স্থায়ীভাবে বসবাস করবেন।
ক্যালগেরিতে আসার আগে ডাঃ হাবিবা কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সে এবং তারও আগে বাংলাদেশে ফ্যামিলি মেডিসিনে প্রাকটিস করতেন।
সবার সহযোগিতায় সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সাভানা এবং অ্যাবিডেল মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ড. ইব্রাহিম খান জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদেরই মাঝে আরো একজন নতুন প্রবাসী বাঙালি ডাক্তার আমাদের প্রবাসী বাঙালিসহ অন্যান্য কমিউনিটিদের ও সেবা প্রদান করবেন।
উল্লেখ্য ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীদের মাঝে নতুন ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে ডাঃ হাবিবার যোগদান বাংলাদেশি কমিউনিটিতে এক নতুন মাত্রা যোগ করলো।