অনলাইন ডেস্ক : ইরফান খানের পর এবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আরেক বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। সোনালীর এই খবরে শোকার্ত হয়ে পড়েছে গোটা বলিউড পাড়া। এনডিটিভি বলছে, ‘হাই গ্রেড ক্যানসার ’ ধরা পড়েছে সোনালীর। নিউ ইয়র্কের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে অসুস্থতার এ তথ্য দিয়েছেন অভিনেত্রীই।

সোনালী বেন্দ্রে টুইটে বলেন, ‘মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাচ্ছি’ এবং পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ।

অসুস্থতা সম্পর্কে ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘আপনি যখন কোনও কিছু একেবারেই আশা করবেন না, জীবন আপনাকে ঠিক তখনই সেখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে।’

তিনি বলেন, আমার বড় ধরনের ক্যান্সার ধরা পড়বে, যার কল্পনাও আমি কোনওদিন করিনি। আমার পরিবার এবং বন্ধুরা আমার পাশে সব সময় থেকেছে এবং আমার সেরা সাপোর্ট সিস্টেমে পরিণত হয়েছে।

এদিকে তার দ্রুত সুস্থতা কমানা করে করণ জোহার, রিতেশ দেশমুখ টুইট করেছেন।

‘হাম সাথ সাথ হ্যায়, ‘সরফরোশ’, ‘কাল হো না হো’ ইত্যাদি নানা ছবিতে দর্শকের মন জয় করেছেন সোনালী।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শো-এ বিচারকের ভূমিকা পালন করছিলেন এই অভিনেত্রী। তার পরিবর্তে এখন সেখানে দেখা যাবে হুমা কুরেশিকে।