দর্পণ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে সরকার অপসারণের ব্যবস্থা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে বার্তা পাঠিয়েছেন।
রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়া জাতীয় ঐক্য চান। কারাগারে যাওয়ার আগেই তিনি জাতীয় ঐক্য সৃষ্টির জন্য বলেছিলেন। সেজন্য আমরা একটা জাতীয় ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছি। এই ঐক্যের মাধ্যমে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে তাদের সব দাবি আদায় করা হবে।
তিনি বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তিনি (মোহাম্মদ আলী) জানিয়েছেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ। ডান হাত অনেকটাই নাড়াতে পারেন না। উনি হাঁটতে পারেন না। তারপরেও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণের ব্যবস্থা নিতে তিনি বার্তা পাঠিয়েছেন।
সংলাপের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, সরকার বলছে সংলাপ করবে না। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলছি, তারা বাধ্য হবে সংলাপে আসতে। কারণ সংলাপ ছাড়া কোনো বিকল্প নাই। আওয়ামী লীগ যদি মনে করে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তারা আবার সরকারে আসবে, তাহলে তারা দিবা স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আর কখনো এটা সম্ভব হবে না।
মহিলা দলকে আন্দোলনের প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে মওদুদ আহমদ বলেন, আপনাদেরকে এখন আন্দোলনের প্রস্ততি নিতে হবে। আন্দোলন সফল করলেই নির্বাচন। আন্দোলন সফল করতে হবে এবং নির্বাচনও করতে হবে। এই দুটির জন্য প্রস্ততি নিতে হবে।
বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এতে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।